পুঠিয়ায় মহিলা ফসল সমবায় সমিতিকে পাওয়ার স্প্রেয়ার ও পণ্যবাহী ভ্যান বিতরণ


পুঠিয়া প্রতিনিধি :  রাজশাহীর পুঠিয়ায় এনএটিপি-২ প্রকল্প ও এআইএফ-২ ম্যাচিং গ্রান্টের আওতায় পাওয়ার স্প্রেয়ার ও পণ্যবাহী ভ্যান বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।
মঙ্গলবার সকালে বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামে দোমাদী সিআইজি মহিলা ফসল সমবায় সমিতি লিমিটেডের কৃষক দলকে পাওয়ার স্প্রেয়ার ও পণ্যবাহী ভ্যান বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া। সেসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল ইসলাম, তন্ময় কুমার সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এর আগেও এই সমিতিকে ১ টি পাওয়ার টিলার ও ১ টি স্টিয়ারিংযুক্ত পাওয়ার থ্রেসার প্রদান করা হয় বলে জানান কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল ইসলাম ।