পুঠিয়ায় মাদ্রাসার হাফেজ কর্তৃক গৃহবধুকে জোর পূবর্ক নির্যাতনের অভিযোগ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মাদ্রাসার হাফেজ কর্তৃক গৃহবধুকে জোর পূবর্ক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

থানায় জমা দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে গত বুধবার বেলা ১২ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের হারুন আর রশিদ এর ছেলে বারইপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শফিকুল ইসলাম (সুজন) (৩০) একই গ্রামের জৈনক ব্যক্তির স্ত্রী (১৯) কে তার বাড়িতে একা পেয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। সে সময় সেই গৃহবধুর চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। তখন সে পলিয়ে যায়। এ ব্যাপারে সেই গৃহবধু বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ করে।

এলাকাবাসী জানায়, মাদ্রাসার হাফেজ সুজন একজন শিবির কর্মী। সে মাদ্রাসায় হাফেজ এর কাজের পাশাপাশি কবিরাজি হিসেবে কাজ করে। সেই সুযোগে এলাকার বিভিন্ন মেয়ে এবং গৃহবধুকে উক্তত্ব করতো বলে জানান।

এ ব্যাপারে থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আর আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আসামিকে আটকে অভিযান অব্যহত আছে।