পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ভিডিও কনফারেসিং এর মাধ্যমে উদ্বোধন করেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী (সাবেক এমপি)। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের জগদিসপুর রাবার ড্যাম এর পার্শ্বে এই বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। এ সময় ফলদ, বনজ ও ঔষুধি একশত টি গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র প্রকল্প পরিচালক মোঃ শরীফুল হক, রাজশাহী বিএমডিএ’র রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ জিনুরাইন খান, বিএমডিএ’র পুঠিয়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন মুকুল, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রহিম মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।