পুঠিয়ায় মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষণের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বেকার, দুঃস্থ ও অসহায় যুবক-যুবতীদের উদ্যোক্তা তৈরীর লক্ষে মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি মুলক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে অফিসার্স ক্লাব কনফারেন্স রুমে উপজেলা পরিষদ এই প্রশিক্ষনের আয়োজন করেন।

এ সময় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, জাইকার ইউজিডিপি, এলজিডির ইউডিএফ শাহিন ওয়াজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনের সহযোগীতা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোওপারেশন এজেন্সী জাইকা। আর বাস্তবায়ন করেন পুঠিয়া উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি।