পুঠিয়ায় সাংবাদিক রুবেলকে হত্যার হুমকি


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় দৈনিক মানবজমিনের সাংবাদিক আরিফুল ইসলাম রুবেল কে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে রুবেল।
থানায় জমা দেওয়া সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়ায় অজ্ঞাত নামা দুই জন ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আর মৎস্য ব্যবসায়ী আতিকুর রহমানের নামে করা অভিযোগ ২৪ ঘন্টার মধ্যে তুলে না নিলে, তোর লাশ ফেলে দেওয়া হবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর সাংবাদিক আরিফুল ইসলাম রুবেল পুঠিয়া থানায় সাধারণ ডাইরী নং ৫০৮, তারিখ ১৪ জুলাই ২০২০, করেছে।
পুঠিয়ায় সাংবাদিক রুবেলকে হত্যার হুমকি দেওয়ায় তাৎক্ষনিক নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পুঠিয়া উপজেলা প্রেসক্লাব।