পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পুঠিয়া পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন। এ সময় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন, শাহ জালাল, মুকুল শেখ, মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, জেবের মেল্লা, জয়নাল আবেদীন, মানিক মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রবেদা বেগম, আইরিন পারভিন ও রজুফা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল আলম।
এ সময় ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে নগত অর্থ প্রদান করেন।