পুঠিয়ায় স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা পরিষদ এই হেলথ ক্যাম্পের আয়োজন করেন। এ সময় পুঠিয়া পৌরসভা এলাকার ৪ শত ৭৫ জন উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন সহ অনেকে।