পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ,র সভাপতিত করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, মৎস্য অফিসার ওমর আলী, জনস্বাস্থ্য’র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।