আকাশ ঘোষ, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চুর সভাপতিত্বে উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল ও মৌসুমি রহমান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক, অফিসার ইনচার্জ রেজাউল ইসলামসহ সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে ২০২০-২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৮৫২ টাকা। ২০১৯-২০ অর্থ বছরে এ বাজেটের আকার ছিলো ২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৬শ টাকা।