পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য ও বাংলাদেশ লোকনাট্য উৎসবের অভিধান কাজী সাঈদ হোসেন দুলাল হঠাৎ অসুস্থ্য হয়ে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউ)। বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহীর পুঠিয়া গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য ও বাংলাদেশ লোকনাট্য উৎসবের অভিধান কাজী সাঈদ হোসেন দুলাল সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে সম্ভব্য জানা গেছে, বৃহস্পতিবার প্রথমে তাকে শ্রদ্ধার জন্য পুঠিয়া শহীদ মিনারের সামনে নেওয়া হবে। তারপর বাদ জোহর পুঠিয়া রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।