পুঠিয়া-দূর্গাপুরের দুস্থ পরিবারের মধ্যে বিএনপি’র ত্রান সামগ্রী বিতরন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নিম্ন আয়ের তিন হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য স্থানীয় নেতাদের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা হাবিবা। করোনা সংকটের ফলে চলমান লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া তিন হাজার পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে ত্রান বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিতকৃত) এন্তাজুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়ের হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, সদস্য সচিব স্বপন, জেলা কৃষকদলের আহ্বায়ক আলামিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শামীম আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদ মাষ্টার সহ দূর্গাপুর পুঠিয়ার প্রতিটি ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা হাবীবা বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। জাতির প্রতিটি ক্রান্তিকালে বিএনপি মানুষের পাশে অতীতেও ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের এই সংকটে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে দলের নেতাদের আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে করোনা সংকটের শুরু থেকেই সারাদেশে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতারা প্রতিদিন ভিন্ন ভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে যাচ্ছে। রাজশাহী জেলাতেও প্রতিদিন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্মহীন হয়ে পড় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। চলমান সংকট শেষ না হওয়া পর্যন্ত বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।