পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৯২ হাজার ২ শত ৫২ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৪৭ হাজার ৫ শত ৭৬ টাকা। উদ্বৃত্ত তহবিল ৪৫ হাজার ১ শত ৭৬ টাকা।
শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আলহাজ মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলী সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিদুল ইসলাম ও মোঃ আতাউর রহমান সহ শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ এবং ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ। অনষ্ঠানের সভাপতিত্ব করেন শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
সভায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতিকুর রহমান। বাজেট অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালনা করা হয়।