পৃথাকেই নববধূ হিসেবে পেলেন রুবায়েত


দীর্ঘ ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন। পরস্পর পরস্পরের কাছাকাছি এসেছেন। নিজেদের জেনেছেন বুঝেছেন। অবশেষে বাজলো বিয়ের সানাই। এলো মধুর মিলন মুহূর্ত।

তরুণ নাট্য নির্মাতা রুবায়েত মাহমুদ বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্রী সায়কা সিমম পৃথা চলতি বছরই মালয়েশিয়ার লিমককউইয়ং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স শেষ করেছেন।

গেল শুক্রবার (২৮ আগস্ট) পৃথার মিরপুরের বাসায় দুই পরিবারের সম্পতিতে ও কাছের স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে অনেকটা ঘরোয়া পরিবেশে তারা বিয়ে করেছেন বলে বাইরের কাউকে কিছু জানানো হয়। গণমাধ্যমেও খবরটা এসেছে বেশ দেরিতেই।

রুবায়েত-পৃথার বিয়েতে পরিবারের আত্মীয়-স্বজনদের বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদ, সাবিলা নূর-নেহাল দম্পতি, মুমতাহিনা টয়া উপস্থিত ছিলেন।

নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়ে রুবায়েত বলেন, ‘আমাদের সম্পর্কটা অনেক দিনের। ৭ বছর অপেক্ষায় ছিলাম। পরিবারের সম্পতিতেই আমাদের বিয়েটা হলো। করোনা পরিস্থিতির কারণে বিয়েতে তেমন কাউকে দাওয়াত দিইনি। আসছে ডিসেম্বরে বড়সর অনুষ্ঠান করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’