পেশাজীবি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পেশাজীবি চালকদের (নবায়ন প্রার্থী) পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিআরটিএ নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক এ,টি,এম ময়নূল হাসান।

শনিবার সকালে শহরের টি,টি,সি মিলনায়তনে উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে বিআরটিএ এর মটরযান পরিদর্শক মানষ কুমার চক্রবর্তী, ম্যাকানিক্যাল এ্যাসিটেন্ট মিনহাজ উদ্দীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা সভাপতি সাংবাদিক রায়হান আলম বক্তব্য রাখেন।

বক্তারা কর্মশালায় পেশাজীবি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন প্রদান করেন। কর্মশালায় শতাধিক চালক উপস্থিত ছিলেন।