প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ২৩ জুলাই ২০২০ইং তারিখে ‘দৈনিক করতোয়া’ পত্রিকায় ৬নং পাতায় প্রথম কলামে ‘পুঠিয়ায় বাড়ি ভাংচুর ও ফসল কেটে নষ্ট করার অভিযোগ’ শিরোনামে এবং একই শিরোনামে ‘দৈনিক রাজশাহী প্রতিদিন’ এবং ‘বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম’ সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত হয়ে গ্রামবাসীকে ফাঁসানোর জন্য করানো হয়েছে। আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
প্রকৃত ঘটনা হলো- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া মৌজার আর.এস খতিয়ান-২১৮, দাগ নং-১০২৪, পরিমাণ ২০ শতক, জমি তেতুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের এবং গ্রাম্য মুসলমান জনসাধারণের পক্ষে মফির উদ্দিন মন্ডল, জিম্মদার। সেই থেকে অধ্যবধি মসজিদের পক্ষ থেকে খাজনা পরিষোধ করে আসছে।
অথচ একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সামছের আলী দীর্ঘ দিন থেকে জবর দখলের চেষ্টা করে আসছে। তিনি দাবী করেন তার নিজের সম্পত্তি। কিন্তু সেই জমির কোন কাগজ তার নামে নাই।

গ্রামবাসীর পক্ষে
মোঃ মুক্তার হোসেন
সভাপতি
তেতুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, পুঠিয়া, রাজশাহী।