প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিমরা


পদ্মা সেতুর উদ্বোধনের দিনে কেক কেটে আনন্দ প্রকাশ করেন জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি

সব অপেক্ষার অবসান হলো। শেষ পর্যন্ত উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। আজ শনিবার দুপুর ১২টার একটু আগে সুইচ টিপে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে দারুণ উচ্ছ্বসিত সারা দেশের মানুষ। দারুণ খুশি ক্যারিবীয় সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সেন্ট লুসিয়ায় প্রথম দিনের খেলা শেষে ড্রেসিং রুমে কেক কেটে  আনন্দ প্রকাশ করেন সাকিব-তামিমরা।

পরে বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। এটা দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। প্রধানমন্ত্রীর কারণে তা সম্ভব হয়েছে। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি পদ্মা সেতু দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।’

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। একটা সময় আমরা নিশ্চিত ছিলাম না পদ্মা সেতু হবে কি হবে না। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, ওনার চেষ্টার কারণে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার এবং বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

পদ্মা সেতুর উদ্বোধনের দিনে কেক কেটে আনন্দ প্রকাশ করেন জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি

আর নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যা নিয়ে স্বপ্ন দেখছিলাম তা অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। পদ্মা সেতু নিয়ে গর্ববোধ করছি। মাশাআল্লাহ।’

দুপুরে মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।