রাপ্র ডেস্ক: দেশে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটির বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সম্মতি জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন প্রধানমন্ত্রীর সম্মতির পর জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবারই (৪ মে) প্রজ্ঞাপনের মাধ্যমে তা ঘোষণা দিতে পারে।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
তিনি জানান, গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ সাধারণ ছুটি ১৪ মে পর্যন্ত বাড়ানো হতে পারে। ছুটির ঘোষণা জানিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে সোমবার। সাপ্তাহিক ছুটির দুই দিন যোগ হওয়ায় কার্যত এই ছুটি শেষ হবে ১৬ মে।
ফলে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কিছুতেই স্বাভাবিক হচ্ছে, ফলে দেশের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক হচ্ছে না। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তাও কেউ বলতে পারছে না। ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে সরকার।
করোনার কারণে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আরও তিন দফায় ছুটি বাড়ানো হয়। পরে পর্যায়ক্রমে ১১ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল ও ৫ মে পর্যন্ত ছুটি বাড়ে।