স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। সব জায়গায় আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত। সবখানে উন্নয়নের জোয়ার দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রী যত দিন থাকবে তত দিন এই দেশ আলোকিত থাকবে। জনগণ এই কথা বিশ্বাস করে।
আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে বলে শুনেছিলাম। আবার মন্ত্রিপরিষদ গঠন করবে বলেও শুনেছি। তাঁরা (বিএনপি) কীভাবে করছেন, আমার তা জানা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্বাস জনগণ কোনো ভুল করবে না। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আর বিএনপি শুনছি ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করে নেবে, মন্ত্রিপরিষদও গঠন করে ফেলছে। কীভাবে করেন আমি জানি না। কিন্তু, আওয়ামী লীগ জনগণের কাতারে থাকে, জনগণের ম্যান্ডেট নিয়ে চলে। এ সমাবেশে জনতার উপস্থিতি দেখে মনে হয়, আবারও সরকার গঠন করবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জিতিয়ে প্রধানমন্ত্রী হবেন।’
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিছু হয়তো বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং হচ্ছে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই লোডশেডিংয়ের সংকট দূর হবে।’
সম্মেলন উপলক্ষে এরইমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।