এএস সুমন, স্টাফ রিপোর্টার: যাকে বলা হয় প্রাচ্যের সক্রেটিস। জীবন্ত বিশ্বকোষ ও বললে ভুল হবেনা। এমনটাই বলছিলেন বিশিষ্ট জনেরা।
গতকাল রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৪ টায় রাজশাহী সাহেব বাজার, আলুপট্টিমোড় দৈনিক বার্তা ভবনের ৬ষ্ঠ তলায়, বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর ড. এবনে গোলাম সামাদ এর ৯৬ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.এ.কে.এম. আজহারুল ইসলাম, প্রফেসর ইমেরিটাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহবুব সিদ্দিকী, গবেষক ও নদী বিশেষজ্ঞ। সরদার আবদুর রহমান, সাংবাদিক ও গবেষক। প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ড. সামিউল ইসলাম, উর্দু বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি সহ প্রধান অতিথি তাঁদের আলোচনায় প্রফেসর ড. এবনে গোলাম সামাদ এর স্মৃতিচারন সহ বিভিন্ন গঠন মুলক আলোচনা রাখেন।
এবং তারা বলেন প্রফেসর ড. এবনে গোলাম সামাদ যাকে বলা হয় প্রাচ্যের সক্রেটিস। জীবন্ত বিশ্বকোষ ও বললে ভুল হবেনা কিন্তু তা ঐ মুখেমুখেই। রাষ্ট্র এখনো এ গুণিজনকে কোন স্বীকৃতি দেয়নি। খোদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কী তাঁকে যথার্থ সম্মান জানিয়েছে ?
আলোচনা সভার প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সভাপতি, এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্র। ও
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কথাশিল্পী মনির বেলাল।
পরিশেষে অনুষ্ঠানটির ও “এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্র”র সভাপতি ডা. নাজিব ওয়াদুদ রাষ্ট্রর কাছে এ গুণিজনকে রাষ্ট্রিয় স্বীকৃতির দবি জানিয়ে সভার সমাপ্তি করেন।