গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে মোমিনুল ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। সে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আগরনন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায় মোমিনুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। এ সুবাদে সে স্থানীয় এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মোমিনুল নানা প্রলোভন দেখিয়ে অনেকবার ধর্ষণ করে ওই ছাত্রীকে। এরই এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। এ ঘটনায় ওই কিশোরির মামা লিটন মিয়া শনিবার রাতে স্থানীয় থানায় একটি মামলা করেন।
এরই প্রেক্ষিতে ভোররাতে মোমিনুলকে গ্রেফতার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মেয়ের মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধায় পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার মোমিনুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।