ফুলবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, তথ্য অধিকার সংকটের হাতিয়ার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) রুকসানা খাতুন।

এতে সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী, থানার উপ-পরিদর্শক (এসআই) দেবী কান্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুন উর রশিদ, দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

এতে বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।