ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা শুরুতেই  অনুপস্থিত ৪


ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: করোনা মহামারির বিধি নিষেধ মেনে দির্ঘদিন পর সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় ফুলবাড়ীতে  আজ থেকে শুরু হয়েছে  এসএসসি পরীক্ষা।

ফুলবাড়ী উপজেলার ৩৭টি উচ্চ বিদ্যালয়ের ৭১২ জন পরীক্ষার্থী ৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেন।

পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞান শাখার পরীর্থীরা উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে আসতে দেখা যায়। দির্ঘদিন পর পরীক্ষার্থী দিতে পেরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক খুশি প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল ১০টায় পরীক্ষা আরাম্ভ হয়। প্রথম দিনে ৪টি কেন্দ্রে ৪ জন পরীক্ষারর্থী অনুপস্থিত ছিলেন।