প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার উপজেলার ইমামদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজাহিরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সামসুদ্দোহা প্রমুখ।
এতে উপজেলা সকল মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।