ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘আমরা সবাই সোচ্চার, বিম্ব হবে সমতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলাম সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা রুকসানা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান আতিক, কলেজ শিক্ষার্থী চিত্রা রানী রায়, শিশু কন্যা রাফি আক্তার, মেঘলা সাহা প্রমুখ।