প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদফতরের যৌথ উদ্যোগে গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
সকাল ১০টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতা দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউপি চেয়ারম্যান মানিক রতন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাষ্টার, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, জেলা সমবায় কার্যালয়ে পরিদর্শক মাহফুজার রহমান, সহকারী পরিদর্শক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক তোজাম্মেল হক, শিক্ষক গোলাম কিবরিয়া, সমবায় সমিতির জান্নাতল ফেরদৌস প্রমুখ।