প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার উপজেলা শাখা তাঁতী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির গ্রামের ক্যানেলের পাড়ে আনুষ্ঠানিকভাবে ফলজ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব মো. ছামিউল ইসলাম, যুগ্ম আহবায়ক লিটন সরকার, যুগ্ম আহবায়ক দীলিপ পাল, সদস্য লাকী সরকার, পৌর যুব মহিলা লীগের সভাপতি আরজিনা বেগম, শিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ইউপি যুবলীগের হাইকুল ইসলাম, ছাত্রলীগ নেতা নূর আলম প্রমুখ।
উপজেলা তাঁতী লীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সদস্য সচিব মো. ছামিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেশকে সবুজ করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা তাঁতী লীগের পৌরশহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে এ কর্মসূচি অব্যাহত থাকবে।