পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ রুমানা আফরোজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, সাংবাদিক বিজয় ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় পুঠিয়া-আড়ানী সড়কের দুই ধারে আম, জাম, কাঁঠাল, তেতুল এবং আমড়ার ১০০ গাছের চারা রোপন করা হয়।