বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন করেছে পুঠিয়া পৌরসভা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভা।
শনিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিশোধ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, সহকারী প্রকৌশলী শহিদুল আলম, কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন, হারুন অর রশিদ, মখলেছুর রহমান রাজু, শাহাদত হোসেন, মনিরুল ইসলাম মিন্টু, রবেদা বেগম, কহিনুর বেগম, নাসিমা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোকসভা অনুষ্ঠিত হয়। এরপর এতিম ও গরীব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।