প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী জেলা যুব মহিলা লীগ। আজ শনিবার এসব কর্মসুচী পালন করা হয়েছে।
রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনের নেতৃত্বে রাজশাহী কলেজে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় জেলা ও উপজেলা পৌরসভা ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের চিত্তে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই সোনার বাংলা হবে।