প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ্ব-১৭) বালিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ্ব-১৭) বালক টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় গ্রুপে রাজশাহী সিটি কর্পোরেশন দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উভয় দলের খেলোয়াড়দের ট্রাকস্যূট প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে খেলোয়াড়দের ট্রাকস্যূট প্রদান করা হয়।
এ সময় রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শামসুন্নাহার, ক্রীড়া স্থায়ী কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, বালক দলের কোচ জাহিদুল ইসলাম নয়ন, বালিকা দলের কোচ জহির ইকবাল ভোলা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করেছিল।