
তিনি সোমবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার নন এমপিও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের চেক বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথাগুলো বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার দেশ ও জাতীকে উন্নত ও অগ্রসর করতে এবং যুগোপযোগী শিক্ষার মান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। দেশ ও জাতীকে উন্নত ও অগ্রসর করতে শিক্ষকদের আরও বেশী ভূমিকা রাখার আহবান জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ। উপজেলার ১৮৯ জন নন এমপিও স্কুল কলেজের শিক্ষকদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ও কর্মচারীদেরকে ২ হাজার ৫০০ টাকা করে মোট নগদ ৬ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বিতরন করেন।