বাগমারায় আউশ ধান চাষে ফ্রি সেচ কার্ড বিতরণের উদ্বোধন


বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত হয়ে পড়েছে দেশের হাজার হাজার কৃষক। সে সকল কৃষকের কথা বিবেচনা করে চলতি আউশ মৌসুমে ধান চাষে প্রণোদনা হিসেবে রাজশাহীর বাগমারায় বিএমডিএ এর আওতাধীন গভীর নলকূপে ফ্রি সেচ কার্ডের মাধ্যমে বিনামূল্যে আউশ ধান চাষ করতে পারবে কৃষকরা।

কৃষকদের ফ্রি সেচ ব্যবস্থার আওতায় আনতে উপজেলায় বিএমডিএ’র আওতাধীন গভীর নলকূপে ফ্রি সেচ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিএমডিএ’র গভীর নলকূপের ফ্রি সেচ কার্ডের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুক, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কাউন্সিলর হাচেন আলীসহ বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলায় বিএমডিএ’র আওতাধীন ৪৫০ টি গভীর নলকূপে আউশ ধান চাষের লক্ষ্যে ফ্রি সেচ কার্ড বিতরণ করা হয়। ৪৬ লাখের অধিক টাকা ব্যয় হবে এই মৌসুমে আউশ ধান উৎপাদন করতে। চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৪০০ শত হেক্টর জমিতে আউশ ধানের চাষ করা হবে বলে জানা গেছে।