রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর থেকে: নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি সূরাইয়া মমতাজ, কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার, মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নজরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু,সমবায় অফিসার ইবনে জামান মো.ফয়জুল করিম,প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকার প্রমূখ। এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।