বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে নিহা আক্তার নামের ৬ বছর বয়সী এক শিশুর মত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নিহা আক্তার ওই গ্রামের সুজন আলীর মেয়ে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও নিহত শিশুর পরিবারের সদস্য জানায়, সকালে শিশুটির মা ময়লা জামা কাপড় পরিস্কারের জন্য শিশু নিহাকে সাথে নিয়ে বাড়ীর অদুরে একটি পুকুরে যায়। সেখানে জামা কাপড় পরিস্কার শেষে নিহার মা মনের ভুলে মেয়েকে পুকুর পাড়ে রেখেই বাড়ীতে ফিরে আসে।

পরে নিহার দাদী তার নাতনীকে দেখতে না পেয়ে বাড়ীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা ওই পুকুর পাড়ে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।