বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন


আরিফুল ইসলাম তপু : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এ প্রতিপাদ্যে সমগ্রদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।  শনিবার সকালে দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও পরিষদ হল রুমে আলোচনা সভা করা হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করে দিবসটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা সমবায় অফিসার খন্দকার সাজ্জাদ হোসেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,সহ-সভাপতি আব্দুল ওয়াহব, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন ,উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু প্রমুখ। উক্ত সভায়, উপজেলার সকল সমবায় সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহনে সমবায়ীদের ও মাঝে ঋনের চেক ও সনদ বিতরণ করা হয়।