আরিফুল ইসলাম তপু : বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মী সম্মেলনের মাধ্যমে মালঞ্চি রেলস্টেশন সংলগ্ন ইক্ষু ক্রয় মাঠে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়।
পরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের’র সম্মতিতে নাটোর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন মৃধা ১৩ অক্টোবর আবু সাঈদ হিরন সভাপতিকে ও আব্দুল খালেককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের এই কমিটি অনুমোদন করেন।
অধ্যাপক আলাউদ্দিন মৃধা এ কমিটির সফলতা কামনা করে ২১ অক্টোবর রাতে সাংবাদিকদের তা নিশ্চিত করেন।