বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বেলুন ফোলাতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আফরিন আকতার (৫)। সে উপজেলার আহম্মদপুর গ্রামের আসলাম আলির মেয়ে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে আফরিন একটি বেলুন ফোলানোর চেষ্টা করে। এ সময় বেলুনটি ফেটে বেলুনের কিছু অংশ তার স্বাসনালীর ভেতরে ঢুকে যায়। নিস্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাজশাহীতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অবুঝ শিশুর এমন করুন মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।