বাঘায় সড়‌কে বেপ‌রোয়া অনু‌মোদনহীন গাড়ী, ১৫ দি‌নের ব‌্যবধানে দুর্ঘটনায় শিশুসহ ৩ জ‌নের মৃত‌্যু


বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় মিঠুন আ‌লি (২৬) না‌মের  এক যুবক নিহত হ‌য়ে‌ছেন ।      বৃহষ্প‌তিবার (২৯ অ‌ক্টোবর) সকাল সা‌ড়ে ৭টায়  বাঘা পৌরসভার ১নং ওয়া‌ডের ছাতা‌রি এলাকায় এ দুর্ঘটনা    ঘ‌টে। নিহত মিঠুন উপ‌জেলার  উত্তর গাঁওপাড়া গ্রামের  আ‌মিরুল ইসলা‌মের ছে‌লে।

স্থানীয়‌রা  জানায়, এ দিন সকা‌লে মিঠুন এক‌টি মটর সাই‌কেল‌যো‌গে (এ‌্যাপা‌চি আর‌টিআর ) হ‌রিরামপুরের উ‌দ্দে‌শ্যে রওয়ানা দেন । প‌থিম‌ধ্যে ছাতা‌রি  (মের্দার পুকুরপাড়) এলাকায় বিপ‌রিত দিক থে‌কে আসা আলাইপুরের মৃতঃ ফরাদ উ‌দ্দি‌নের ছে‌লে হা‌কি‌মের বালুবা‌হিত ট্রাকটর গা‌ড়ির স‌ঙ্গে ধাক্কা লে‌গে চাকার নি‌চে প‌ড়ে যায়।  প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে  উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখা‌নে কর্তব‌্যরত  চি‌কিৎসক মিঠুন‌কে রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন। মাইক্রোযো‌গে মিঠুন‌কে     রা‌মেক হাসপাতা‌লে নেওয়ার প‌থিম‌ধ্যে  সে মারা যায়।

এ বিষ‌য়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে সেখান     থে‌কে ট্রাকটর ও মটর সাই‌কেল উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নেয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মামলা হ‌লে পরব‌র্তি আই‌নি ব‌্যবস্থ‌্যা নেয়া হ‌বে।

উ‌ল্লেখ‌্য- ১৫ দি‌নের ব‌্যবধা‌নে  বাঘায় সড়ক দুর্ঘটনায়  ৩ (‌তিন ) জ‌নের মৃত‌্যুর ঘটনায় এলাকায় ব‌্যাপক ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ১৫ দিন পূ‌র্বে প্রবা‌সি এক যুবক উপ‌জেলার চ‌ন্ডিপু‌রে ট্রাক্টর চাপায় নিহত হয়। এর ক‌য়েক‌দিন পর  (দুই‌দিন আ‌গে ) আহম্মদপুর এলাকায়  ভুটভু‌টির ধাক্কায় ৩ বছ‌রের এক শিশু নিহত হয়।

 

স্থানীয়‌দের অ‌ভিমত, প্রশাস‌নের নজরদা‌রির অভা‌বে বাঘায় অনু‌মোদনহীন গা‌ড়ির সংখ‌্যা দিন‌দিন বে‌ড়েই চল‌ছে এবং ওই সমস্ত ফিট‌নেস‌বি‌হিন গা‌ড়ি, অদক্ষ ও অপ‌রিপক্ক চালক দারা চালা‌নো হ‌চ্ছে ।  দ্রুত ওই সমস্ত অ‌বৈধ গা‌ড়ি ও চালক‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা না নি‌লে এই এলাকায় ক্রমশই দুর্ঘটনা  বাড়‌বে, আরও প্রানহানীর ঘটনা  ঘট‌বে ব‌লে এলাকাবা‌সি আশংকা প্রকাশ কর‌ছেন ।