বাস্কেটবল খেলোয়াড় সিয়ামকে আর্থিক সহয়তা প্রদান


রাজশাহী: জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোঃ সিয়াম হোসেনকে গতকাল দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আর্থিক সহয়তা ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

খেলোয়াড়দের আর্থিক সহয়তার বিষয়টি সর্ম্পকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু কল্যান ট্রাষ্ট থেকে প্রাপ্ত চেকটি তার হাতে তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) মোঃ খায়রুল আলম ফরহাদ, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া)মোঃ রেজাউল ইসলাম বাবুল ও কোষাধ্যাক্ষ মোঃ সিরাজুর রহমান  খান।