বিক্ষোভে অংশ নিয়ে নিউইয়র্ক মেয়রের মেয়ে গ্রেফতার


রাপ্র ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে যোগ দেওয়ায় নিউ ইয়র্কের মেয়রের মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) তাকে বেআইনি জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য গ্রেফতার করা হয়। খবর সিএনএন।

পুলিশের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, শনিবার রাতে ২৫ বছরের চিয়ারা ডি ব্ল্যাসিও ম্যানহাটনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখানে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের সড়কে পাশ থেকে সরে বললেও তারা তা অগ্রাহ্য করে অবস্থান নেন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মেয়রের মেয়ে হিসেবে নিজের পরিচয় পুলিশের কাছে তুলে ধরেননি চিয়ারা। তবে তিনি বাসার যে ঠিকানা দিয়েছেন তাদের গভর্নর ম্যানশনের কথা উল্লেখ ছিল। গ্রেফতারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

নিজের রাজনৈতিক প্রচারণায় নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিশুদের লালন-পালনের পক্ষে কথা বলেছেন। তিনি নিজে শ্বেতাঙ্গ, তবে তার স্ত্রী চারল্যান ম্যাকক্রে কৃষাঙ্গ।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা ৬ষ্ঠ দিনের মতো রবিবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনীকে সক্রিয় করা হয়েছে ওয়াশিংটন ডিসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যে ।-ব্রেকিংনিউজ