বিজয়ের পথে মোদির জোট, বিরোধীদের বিপুল উত্থান


ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার হিন্দু জাতীয়তাবাদী মিত্ররা দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ের পথে অনেকদূর এগিয়ে আছে। তবে লোকসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আগের চেয়ে কমে যাচ্ছে এবং বিরোধী দলের ‘ইন্ডিয়া জোট’ নির্বাচনি ফলাফলে লাভ করেছে আশাতীত সাফল্য। খবর এএফপির।

অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস লোকসভায় তাদে আসন দ্বিগুন করতে যাচ্ছে। ৯২ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে ৩৭.১০ শতাংশ ভোট যা ২০১৯ সালের নির্বাচনের চাইতে কিছুটা কম। লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৮২টি আসনে যা ক্ষমতায় যেতে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তার জন্য যথেষ্ট। বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৩৯টি আসনে যা পাঁচ বছর আগে ছিল ৩০৩টি। অন্যদিকে কংগ্রেস আগের ৫২টি আসন থেকে এবারের নির্বাচনে আসনসংখ্যা বাড়াতে পারছে বলে মনে করা হচ্ছে। তারা এগিয়ে আছে ৯৯টি আসনে।