বিজয় দিবস-২০২৪ এ পুষ্পার্ঘ অর্পণসহ রাকাব’র বিভিন্ন কর্মসূচি পালন


স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ মোখলেসুর রহমান সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অপরদিকে ব্যাংকের প্রধান কার্যালয়, রাজশাহী’র পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসন চত্বরের স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ার‌্যমান ড. মোহাম্মদ আলীর উপস্থিতিতে প্রধান কার্যালয় চত্ত্বরে মহান বিজয় দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম সহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এবং রাজশাহী জোনের আওতাধীন রাজশাহী, গ্রেটাররোড কাজীহাটা, পবা ও বিনোদপুর শাখার এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে দুস্থ্য ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।