বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন


অজয় ঘোষ, রাজশাহী:  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে “মুজিব বর্ষের শপথ-সড়ক করবো নিরাপদ” এবারের এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবন চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও নিসচা রাজশাহী জেলা শাখার সম্মানিত উপদেষ্টা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, মামুনার রশীদ, বৃক্ষবন্ধু নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সিরাজুল ইসলাম, কবি ফেরদৌস হাজরা, আনজুমান আরা শিফা, রুবিনা, জান্নাত প্রমুখ।

 

সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-ইল ইসলাম।