বেনাপোলে অহনা বিউটি পার্লারে উইন২৪ অনলাইন লিমিঃ এর নতুন আউটলেট উদ্বোধন


বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে অহনা বিউটি পার্লারে বাংলাদেশি কসমেটিকস ব্র্যান্ড এবং গার্মেন্টস পোডাক্ট উইন২৪ অনলাইন লিমিটেড এর ৫৮তম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে ২৯ই অক্টোবর মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেনাপোলে গ্রান্ড ওপেনিং উপলক্ষে উইন২৪ অনলাইন লিমিটেডের সিইও সুমন আহমেদ, ডাইরেক্টর মেহেরুন সিমু ও রাবিয়া সিমু সহ যশোর জেলার সকল আউটলেটের স্বত্বাধিকারীগণের উপস্থিতিতে বেনাপোল দূর্গাপুর রোডে অহনা বিউটি পার্লারের নিজস্ব আউটলেটে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কিন কেয়ার পণ্য ছাড়াও এ আউটলেটে থাকছে সব ধরনের মেকআপ আইটেম এবং মহিলাদের পোশাক আইটেম। ক্রেতাদের সুবিধার্থে নির্দিষ্ট কিছু কসমেটিকসে থাকছে ২০ শতাংশ ছাড়। এছাড়াও বিনামূল্যে স্কিন এনালাইজার পরীক্ষার মাধ্যমে ত্বকের উপযোগী কসমেটিকস্ বেছে নিতে পারবেন ক্রেতারা। কসমেটিকস্ ব্যবহারকারীদের কাছে সঠিক পণ্য প্রাপ্তির জন্য এ স্টোর এখন থেকে একটি নির্ভরতার প্রতীক।