বেলপুকুর এলাকায় মাস্ক বিতরণ করলেন মুরাদ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় মাস্ক বিতরণ করা হয়। বুধবার সকাল ১১ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাজার ও বাইপাস মোড় সহ বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থানে সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি মুরাদের উদ্দ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিবুল ইসলাম বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক মাজিদুর রহমান নয়ন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবর আলী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।