বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ আটক ০১


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অদ্য মঙ্গলবার (২০ অক্টোবর ২০) জনাব ফারজিনা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আঃ মতিন, এসআই/মোঃ মোস্তাফিজার রহমান, এএসআই/মোঃ নাজমুল হক, এএসআই/রানা আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সহ বোয়ালিয়া মডেল থানাধীন গৌরহাঙ্গা মোড়স্থ সোহাগ ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হ’তে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় মাদক ব্যবসায়ী ১। 

 

মোঃ ইসমাঈল হোসেন (৩০), পিতা-মোঃ সাহাবুদ্দীন ইসলাম @ মন্টু, মাতা- তুয়ারা বেগম, সাং-উজানপাড়া (মাটিকাটা কলেজ সংলগ্ন), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে একটি খাঁকী খামে রক্ষিত সাদা পলিথিনে ইনটেক ৩ (তিন) টি প্যাকেটে প্রতিটি প্যাকেটের ওজন ১০০ গ্রাম করে মোট ৩০০ (তিনশত) গ্রাম হেরোইন সহ আটক করে।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ৩,০০০/-(তিন হাজার) টাকার বিনিময়ে জব্দকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থেকে নিয়ে রাজশাহীর বাসস্ট্যান্ড এ নিয়ে আসছিল। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।