ব্যবসায়ী বরুণের সঙ্গে কারিশমার বাগদান


প্রেমিক বরুণের সঙ্গে বাগদান সেরেছেন কারিশমা তন্না। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে বাগদান সারলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন ও বলিউড অভিনেত্রী কারিশমা তন্না।

ইন্ডিয়া টিভি, বলিউড হাঙ্গামাসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীর্ঘদিন প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছেন কারিশমা তন্না ও বরুণ বঙ্গেরা। এবার বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, বরুণের সঙ্গে বাগদান সেরেছেন এ অভিনেত্রী।

খবরে প্রকাশ, দীর্ঘদিন প্রেমের পর গতকাল বাগদান সারেন কারিশমা ও বরুণ। দুজনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ যুগলের দেখা হয় তাঁদের কমন ফ্রেন্ড সুবেদ লোহিয়ার মাধ্যমে। সেই থেকে ভক্তরা তাঁদের রোমান্স দেখছেন অন্তর্জালে।

সামাজিক পাতায় কারিশমার সঙ্গে সুখকর মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন বরুণ বঙ্গেরা আর অভিনন্দন-লেখা কেকের ছবি প্রকাশ করেছেন কারিশমা।