ব্রাজিলকে হারানো আর্জেন্টিনার কাছে সবসময়ই বিশেষ কিছু। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই জয় যদি আসে বাঁচামরার ম্যাচে, তাহলে আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। প্যারিস অলিম্পিকের ফুটবল বিভাগের কনমেবল অঞ্চলের বাছাইপর্বে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।
আর্জেন্টাইন যুবাদের এমন জয়ে ভক্তদের মতো উচ্ছ্বসিত মেসিও। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দলের ছবি দিয়ে তাদের উদ্দেশে বার্তা দেন মেসি। স্প্যানিশ ভাষায় লেখেন— ভামোস, বাংলায় যার অর্থ অনেকদূর এগিয়ে যাও।
গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিক গেমসকে। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ অলিম্পিক। যেখানে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা থাকে সব অ্যাথলেটের। মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াও জানালেন নিজেদের ইচ্ছার কথা। ক্যারিয়ারের শেষাংশে এসে আরও একবার অলিম্পিকে খেলতে চান দুই আর্জেন্টাইন তারকা। চলতি বছর জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক। যুবারা মূলপর্ব নিশ্চিত করায় যে পথ আরেকটু সহজ হলো মেসির জন্য।