ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ব্রাক আল্ট্রাপোর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় দরিদ্রদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। গতকাল ৯ টায় আল্ট্রাপোর গ্রাজুয়েশন প্রোগ্রাম ফতেপুর অফিসের আওতায় পলাশবাড়ি সমাজ সেবক ও দানশীল ব্যাক্তিবর্গের আয়োজনে অতিদরিদ্র ১০৫ জন সদস্যের মাঝে সেমাই,-চিনি, খেজুর, মাস্ক ও ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
রবিবার সকাল ৯ টায় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, রেজিনা আক্তার, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, আল্ট্রাপোর গ্রাজুয়েশন প্রোগ্রামের ব্যবস্থাপক আব্দুর রশিদ প্রামানিক, কর্মসূচি সংগঠক সুজন আলী, ওয়াজেদ আলী, উম্মে কুলসুম এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।