
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি তার ফিটনেস নিয়ে কতটা সচেতন, তা কারও অজানা নয়। ফিটনেস ধরে রাখতে কঠিন ডায়েটের মধ্যে থাকেন এই তারকা ব্যাটার। একজন নিরামিষভোজী হয়েও এবার ‘ভাজা পোকা’ খেয়ে ফেললেন কোহলি। শুনতে কিছুটা অবাক লাগলেও কোহলি নিজেই জানিয়েছেন ‘ভাজা পোকা’ খেয়ে ফেলার রহস্য।
আর এই ঘটনার মধ্যেই ভক্তদের নতুন তথ্য দিলেন কোহলি। এক প্রচারণামূলক অনুষ্ঠানে এসে কোহলি জানান, তিনি ভুলবশত মালয়েশিয়ায় ভাজা পোকামাকড় খেয়ে ফেলেছিলেন। খাওয়ার সময় তিনি জানতেন না যে এটি কী। এই বিষয়ে বিরাট বলেন, আমি না বুঝে ভুল করে পোকা ভাজা খেয়ে ফেলেছিলাম। যা আর কখনোই খেতে চাইনা।’ আর কোহলির এমন কথা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।